• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

গোবিন্দগঞ্জে ওসি’র নম্বর ক্লোনের অভিযোগ 

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)র অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এমন ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী রেজওয়ানুর রহমান নামের এক ইউপি চেয়ারম্যান প্রার্থী।

শনিবার (১৮ ডিসেম্বর) রাতে অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন।

জানা গেছে, শনিবার বিকেলের দিকে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী রেজওয়ানুর রহমানের নিকট ওসির নম্বর থেকে ফোন দেন। এসময় নির্বাচনী খরচ বাবদ ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেয়। এরপর ভুক্তভোগি রেজওয়ানুর রহমান জানতে পারেন ওসির নম্বরটি ক্লোন করে এমন প্রতারণা করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, থানার অফিসিয়াল ফোন নম্বরটি ক্লোন হয়েছে কিনা সেটি জানা নেই। তবে এ বিষয়ে এক ভুক্তভোগি অভিযোগ দায়ের করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –